ডেস্ক রিপোর্ট| নরসিংদী প্রতিদিন- সোমবার ১৩ জানুয়ারী ২০২০:
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ সাতক্ষীরা সদরের বকচরা এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহিদ হোসেন (৩২)। তিনি উপজেলার কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জাহিদ মোটরসাইকেলে করে বকচরা মোড়ের বাইপাস সড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জাহিদ মারা যান।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।