সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ :
বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্বে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় ছিলেন বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল প্রাণ ফুড ফ্যাক্টরি
(এএমসিএল) এর মহাব্যবস্থাপক দীপক কুমার দেব, বাংলাদেশ জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ মতিউর রহমান মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. এম ফজলুল হক, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি।
আরও উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোমেন, আব্দুল সাত্তার খান বাদল, হারুন অর রশীদ, সাবেক সদস্য শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, কাউন্সিলর মোঃ রফিক ভূঁইয়া, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।