শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৯ :
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন ভূইয়া (৫৫) এর উপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে আটায় উপজেলার বাড়ৈগাও সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। আহত মোশারফ হোসেন উপজেলার বাড়ৈগাঁও গ্রামের মৃত দানিস ভূইয়ার ছেলে।
মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মত আমার ব্যবসা প্রতিষ্ঠান সিএন্ডবি বাজার দোকানে যাওয়ার পরে সন্ত্রাসীরা আমার উপর দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কোপ দিলে আমি মাটিতে লুটেপরি পরে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকে আমার আত্বচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলী আকাব্বরের ছেলে ইউনুছের নেতৃত্বে সুমন, মনির হোসেন, বরকতউল্লাহ ও মন্না সহ অজ্ঞাত ৫/৬ জনের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশে এই হামলা করেছে। এ সময় আমার দোকান থেকে নগদ অর্থ লুট করে নিয়ে গেছে তারা আমি তাদের বিরুদ্ধে গত ৩/৪দিন আগে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। আমি ও আমার পরিবারের সদস্যরা তাদের ভয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছি।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা করা হলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।