নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৯ :
ভৈরবে দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে র্যাব ১৪। (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে ভৈরব র্যাব ক্যাম্পে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় ৩ শতাধিক হতদারিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ভৈরব র্যাব ১৪ ময়মনসিংহ ময়মনসিংহের অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ এফতেকার উদ্দীনের নের্তৃতে কোম্পানী অধিনায়ক (অতিরিক্ত) পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পরিচালনায় স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরন করা হয়।এ সময় কম্বল নিতে আসা শীতার্ত অসহায় নারী পুরুষের মানুষের মাঝে লাইনে দাঁড়িয়ে হাসিমাখা মুখে অপেক্ষা করতে দেখা যায়।
এসময় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী ছাড়াও উক্ত র্যাব ক্যাম্পের সদস্যবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সুশৃঙ্গল ভাবে কম্বল বিতরন সম্পর্ন করেন।