নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০:
ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে নরসিংদী সরকারী কলেজের সামনে থেকে র্যালি বের করে তরুণ শিক্ষার্থীদের সংগঠন স্মাইল এবং প্রত্যয় নামে একটি সংগঠন। পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে স্মাইল সিক্রেট অফ ইউর হাপিনেস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাউন্ডার ফারাবী রহমান আলিফ, চিফ কোঅর্ডিনেটর ফারাবী রহমান ইমন, বিডি জেনারেল সেক্রেটারি, আজিজুর রহমান আকাশ এবং নরসিংদী সদস্যবৃন্দ। পলাশ শাখা থেকে উপস্থিত ছিলেন কো অডিনেট সোহেল খান, জেনারেল সেক্রেটারি, মাহমুদুল হাসান হৃদয় সাথে আরো সদস্য বৃদ্ধ আরো বক্তব্য রেখেছেন ফারাবি রহমান আলিফ, কো অডিনেট বিডি ইমন ফারাবি প্রমুখ।
বক্তারা বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই প্রতিদিন ধর্ষণ ও শিশু নির্যাতন বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়ন করলে এসব অপরাধ কমানো সম্ভব। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।