1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ঘোড়াশাল ক্লাব

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ২৫০ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন —
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ :
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে উত্তরা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে ঘোড়াশাল ক্লাব চ্যাম্পিয়ন হয়। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ফাইনাল ম্যাচ’র পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা আলী, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,
ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি।

আরও উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, কবি শাহ্ বোরহান মেহেদী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ন ফাইনাল খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় ঘোড়াশাল ক্লাবের আশিক ১ম গোলটি করেন। এরপর ৩২ মিনিটে সোলাইমান ২য় গোলটি করেন। এরপর অনেকটায় চাপে পরে যায় উত্তরা ক্লাব। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও তারা গোল দুটি পরিশোধ করতে না পারায় ঘোড়াশাল ক্লাব চ্যাম্পিয়ন হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD