সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশ উপজেলার দুটি ইসলামী মাহফিলে যোগ দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। আজ রবিবার (১৯ জানুয়ারি) রাতে পলাশের বালিয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও ডাংগার কান্দাপাড়া মুন্সিবাড়ী মসজিদ প্রাঙ্গণে তিনি আলোচনা তুলে ধরবেন। কান্দাপাড়ার মাহফিলে ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই এর সভাপতিত্বে আরও আলোচনা করবেন নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি কাজী মোঃ ইব্রাহিম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউছার ভূঁইয়া।
আয়োজক কমিটি জানান, ১৯ জানুয়ারি থেকে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাহফিলে সবার অংশগ্রহণ আশা করছি।