সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
সোমবার, ২০ জানুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
পরে শিক্ষার্থীরা উপজেলা শহীদ মিনার মাঠে ৪৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। অপরদিকে উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রা অংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, একক অভিনয় ও আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে দেশাত্মবোধক গান, নৃত্য, পল্লীগীতি ও লোকগীতি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি ইভেন্টের ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা নরসিংদী জেলায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।