নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২০ জানুয়ারি ২০১৯ :
নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব ফকির, পলাশ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আরিফুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক হিমেল মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক পাপন ভূঁইয়াসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বৈরশাসন বিরোধী বিক্ষোভ মিছিলে স্বৈরশাসক আইয়ুব খানের নির্দেশে পুলিশের গুলিতে শহীদ হন নরসিংদীর কৃতি সন্তান আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। ১৯৪২ সালের ১০ জুন মনোহরদীর হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।