মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ :
বেলাবতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রাংশ ভেঙ্গে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বেলাব উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ বেলাল হোসেন।
উল্লেখ্য যে, বেলাব উপজেলার পাটুলী,পোড়াদিয়া,রাধাখালী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা আড়িয়াল খাঁ নদ হতে বালু উত্তোলন করে আসছিল।
ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ বেলাল হোসেন জানান, নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে ও বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামিমা শারমিনের তত্বাবধানে বালু মহল ও মটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালু ব্যবসায়ীরা পারিয়ে গেলে ঘটনাস্থলেই বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতী পুড়িয়ে দেয়া হয়।