নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার-২৪ই জানুয়ারী ২০২০ইং :
ছাএ জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ই জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় নরসিংদী পৌর মিলনায়তনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা বশির উদ্দিন সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা বাহারউদ্দীন জাকারিয়া, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উপদেষ্টা মুফতি আলী আহমত হুসাইনী, সভাপতি মুফতি আব্দুল রহিম কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আহমত আলী, ছাএ জমিয়ত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হুযাইফা ওমর, যুব জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল প্রমুখ।
তাছাড়া কেন্দ্রীয়, জেলা -উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর বিভিন্ন নেতা কর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জমিয়ত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার ছাএ বিষয়ক সম্পাদক মাওলানা বায়েজিদ আহমদ।অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।