নিজস্ব প্রতিবেদক নরসিংদী প্রতিদিন-
রবিবার ২৬ জানুয়ারী ২০২০:
নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিসিএস উইমেন নেটওয়ার্ক। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এই কম্বল বিতরণ করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সূর্যকান্ত দাস, সাধারণস সম্পাদক দীপক সাহা, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো.শাহ আলম মিয়া,এনডিসি শাহরুখ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক কম্বল নিতে আসা অসহায় মানুষদের কাছে তাদের দু:খ দুর্দশার কথা শুনে একটি অসহায় গরীব মেয়ের বিয়ের দায়িত্ব ও একজন প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।