নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ :
নরসিংদীতে মাদক খুন, ডাকাতি, চুরি, মাদক মামলাসহ ৬ জন তালিকাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) নরসিংদী মডেল থানা পুলিশ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ১। নরসিংদী পৌর শহরের বকুলতলা মহল্লার জুয়েল, ২। রাঙ্গামাটিয়া মহল্লার মালেক, ৩। ঘোষপাড়া মহল্লার মানিক, ৫। পশ্চিম ভেলানগর মহল্লার ফারুক, ৫। রাঙ্গামাটিয়া মহল্লার নাগর, ৬। বানিয়াছল মহল্লার আলমগীর।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় খুন, ডাকাতি, চুরি, মাদক মামলাসহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে। ওসি আরো বলেন, আসামী জুয়েল এর বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট ৮টি মামলা, আসামী মালেক এর বিরুদ্ধে মাদকসহ অন্যান্য ৫টি মামলা, আসামী মানিক এর বিরুদ্ধে মাদকসহ অন্যান্য ৬টি মামলা, আসামী ফারুক এর বিরুদ্ধে মাদক, চুরিসহ ৪টি মামলা, আসামী নাগর এর বিরুদ্ধে মাদকসহ ২টি মামলা এবং আসামী আলগমীর এর বিরুদ্ধে মাদকসহ ২টি মামলা রয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে সম্পৃক্ত।