নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৬ জানুয়ারি ২০২০:
রাজধানীতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে অপহৃত হওয়া কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের ছেলে তানজীম আল ইসলাম ও শ্যালক খালিদ হাসানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে ডিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানকালে ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক, অস্ত্র, ওয়াকিটকি ও গাড়িসহ অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।