মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ :
নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনাসভা রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিঞার সভাপতিত্বে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, স্কুল পরিচালনা কমিটির অবিভাবক সদস্য জিয়াউল হক জিয়া, সাবেক অবিভাবক সদস্য ডা. মো. আসাদ, স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, আমীমুল এহসান, মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আলী হোসেন ভূঁইয়া।ওই সময় স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও স্কুলে অধ্যয়রত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল এর আগে অনুষ্ঠানে শুরুতে শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী মানপত্র পাঠ করেন, এসএসসি পরীক্ষার্থী মো. আকাশ মিয়া।এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেন, জান্নাতুল রাফিয়া, সোমা আক্তার মার্জিয়া, সাদিয়া হক নিথী, খোকন মিয়া। এবছর মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের তিনটি শাখা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে মোট ২৪৪ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।