মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০:
নরসিংদীর রায়পুরায় গান, নৃত্য , যেমন খুশি তেমন সাজো, দৌড়, অংক দৌড়, মোড়ক লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে রবিবার (২৬ জানুয়ারী) উপজেলার মতিউরনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক শিকদার।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আ. রহমান লিটন, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী বাদল মিয়া, মহাখালী জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিিটউডের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান রুমান, গাজীপুর আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জুয়েল রানা, উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল বাতেন সরকার, মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ মতিউরনগর মডেল স্কুলের সহসভাপতি দিপা ইসলাম প্রমুখ।