মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ইং :
নরসিংদী সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে (২৭ই জানুয়ারী) একাধিক মাদক মামলার আসামীকে মাদকসহ গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ । তারা হলেন ১। হোসেন ও ২। ফোরকান, সাং- টাওয়াদি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী।
গ্রেফতারকৃত ১নং আসামী হোসেন এর বিরুদ্ধে ৫টি মাদক মামলা এবং ২নং আসামী ফোরকানের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ২টি মাদক মামলা রয়েছে।