নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন "পলাশের পাপড়ি" এর উদ্যোগে হতদরিদ্র ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চলনা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বছরের উপহার স্বরূপ এ ব্যাগ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পাপড়ি সংগঠনের উপদেষ্টা আল-মুজাহিদ হোসেন তুষার, স্থানীয় ইউপির ওয়ার্ড সদস্যসহসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন বলেন,সামাজিক সংগঠন পলাশের পাপড়ি প্রতিনিয়তই ভালো কাজ করে তারই ধারাবাহিকতায় আজকে এই কোমলমতি শিশুদের নতুন ব্যাগ দেয়ার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তাদের সাফল্য কামনা করছি ।
মুজাহিদ তুষার হোসেন তুষার বলেন, আমি বিশ্বাস করি সমাজের কিছু ভালো তরুণদের সমন্বয়ে গঠিত সংগঠন পলাশের পাপড়ি সবসময় ভালো এবং জনকল্যাণমুখী শিক্ষা বান্ধব কাজ করে। তিনি আরো বলেন, শুধু গুটি কয়েক সংগঠন নয় আমরা প্রত্যেকটি মানুষ সবার জায়গা থেকে উচিত এ ধরনের মানবিক কাজগুলো করা।
পাপড়ি সংগঠনের সভাপতিত্ব শেখ রাসেল বলেন, হতদরিদ্র কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও স্কুলমুখী করতে নতুন বছরের উপহার স্বরূপ আজ তাদের মাঝে নতুন ব্যাগ বিতরণ করা হয়েছে।