নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার- ৩০ ডিসেম্বর ২০২০:
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা আসআদ আল আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম, যুবলীগেরনেতা আবুল খায়ের, আবুল আজাদ, শ্রমিকলীগ নেতা সায়েম পাঠান, উপজেলার বিভিন্ন ফসলরক্ষাবাঁধের পিআইসি কমিটি’র নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, একটি সুবিধাবাদী চক্র ব্যাক্তি স্বার্থ হাসিল করতে না পেরে জামালগঞ্জ উপজেলার একজন দক্ষ অফিসারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। আমরা এ অপ্রচারের তীব্র নিন্দা জানাই।