লালমনিরহাট | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ৩১ই জানুয়ারী ২০২০:
লালমনিরহাটে অভিযান চালিয়ে জেএমবি’র দুইজন দাওয়াতি সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ বরিশালের একটি দল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম বাজার ও কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৮।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পন্ডিতের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে লাবু হোসেন (২৩) ও কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী নাককাঠি ডাঙ্গা এলাকার মোবারক হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)। দুই জনই জেএমবি’র দাওয়াতি দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৮ এর প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের একটি দল বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এ সময় পাটগ্রাম বাজার থেকে লাবু হোসেনকে এবং অপর অভিযানে কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে।
আটককৃতরা জেএমবি’র দাওয়াতি গ্রুপের সক্রিয় সদস্য। তারা পেশার আড়ালে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করছে বলেও দাবি করে র্যাব-৮।