স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২০:
নতুন শক্তি সঞ্চয়ে, চলো মাতি আনন্দ ভ্রমণে " এই স্লোগান নিয়ে জীবন বীমা করপোরেশন নরসিংদী সেলস অফিস-০৮ এর উদ্যোগে ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা ও আনন্দ ভ্রমন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নরসিংদী পুরাতন লঞ্চঘাট থেকে নৌকাযোগে মরিচাকান্দি মরিচা বালুর মাঠের উদ্দেশে যাত্রা করেন।
এর পর সকাল ১১টায় নৌকায় সকালের নাস্তা সেরে নেন সবাই। এ সময় নদীর দুই কুলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তারা। সাড়ে ১২টায় গন্তব্য স্থানে পৌঁছার পর বালুরচরে তারা মেতে ওঠেন খেলাধুলায়। সাথে পরিবার-পরিজন নিয়ে মেতে উঠেন আনন্দ উৎসব। কেউ বা মেঘনায় সেরে নেন গোসল, কেউ বা ব্যস্ত রান্নার কাজে।
দুপুরে নৌকাতেই তাঁরা খাওয়া-দাওয়া সারেন। খাবার শেষে বালুরচরে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে বের হন সবাই। পরে বিকেলে বাঞ্ছারামপুর সলিমগঞ্জ বাজার থেকে দই-মিষ্টি কিনে বিকেলে হালকা খাবার সেরে নিবেন। পরিশেষে বিকেলে নরসিংদীর উদ্দেশে নৌকা যাত্রা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা করপোরেশন নরসিংদী সেলস অফিস-০৮ এর সেলস ইনচার্জ নরসিংদী মো. ওমর ফারুক, নরসিংদী সেলস অফিস(০৮) ডেভেলপমেন্ট ম্যানাজার সৈকত সাহা, নরসিংদী শাখার ইনচার্জ(০৮) মো. আমানউল্লাহ, মাধবদী শাখার ইনচার্জ মো. নূরুল ইসলাম, রায়পুরা শাখার ইনচার্জ দিলিপ চক্রবর্তীসহ সেলস অফিস(০৮) এর অফিসার ও স্টাফ বৃন্দ।