নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২০ :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ খুব আরাম-আয়েশে বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছে, এজন্য ভোটার উপস্থিতি কম। তিনি বলেন, সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছে। সরকারের ওপর আস্থা বেশি আছে বলেই আরামে খাচ্ছে তারা। সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু সিলেট নয় সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার দেশের মানুষকে অত্যন্ত শান্তিতে রেখেছেন যে কারণে সরকারের ওপর বেশি আস্থা রয়েছে জনগণের।