নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ :
ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের যাত্রী অজ্ঞাত এক যুবক দরজার বাহিরে উকিয়ে দিয়ে প্রাণ হারালেন। রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মান্নান জানান, অজ্ঞাত এক যাত্রী ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনে করে দরজায় পাশে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাহিরে উকি দেন। এসময় ট্রেনের সিগনাল খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান এবং খুঁটির সঙ্গে ঝুলে থাকেন।তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।