নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০ :
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এছাড়া দেশের বাহিরে ৮টি কেন্দ্র পরীক্ষা দেবে ৩৪২জন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছিল। যা আজ সোমবার থেকে শুরু হচ্ছে।
ঢাকা শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস রোধে এবার সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০মিনিট আগে সকল শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে।