নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০ :
গাজীপুরের কালীগঞ্জে ২১ জন উপদেষ্টা ও ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আমিনুর রহমান আমিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, যুগ্ম সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, মো. মোশারফ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু প্রমুখ।