সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশে ফের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঘোড়াশাল থেকে ব্যবসায়ী রাজিব হোসেন এর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী রাজিব হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেল নিয়ে ঘোড়াশাল পৌর ঘোডাউন মসজিদের পাশে আমার দোকানে আসি। এরপর মসজিদের অযু খানার পাশে মোটরসাইকেলটি লক করে পার্কিং করা হয়। কিছুক্ষণ পর গিয়ে দেখি আমার বাইকটি নেই। পরে ঘোড়াশাল পৌর সভার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাকস ব্যবহার করে মোটরসাইকেলটি এক চোর নিয়ে যাচ্ছে। এর পর থেকে বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজির পরেও না পেয়ে বৃহস্পতিবার সকালে পলাশ থানায় একটি জিডি করা হয়। জিডি সূত্রে মোটরসাইকেলের বর্ননা উল্লেখ করা হয় ঢাকা মেট্রো হ- ৫৩৭৮৬৯ যার চেসিস নম্বর Md2a14az4cwd92579 এবং ইঞ্জিন নম্বর jbzwcd23739।
এদিকে বার বার মোটরসাইকেল চুরির ঘটনায় ফের আতংক ছড়িয়ে পরেছে বলে জানায় বাইকাররা। এর আগেও ২০১৮ এবং ২০১৯ সালে পুলিশের এসআই এর মোটরসাইকেল সহ ৬টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।