নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০ :
অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ভারতের প্রতিপক্ষ হল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দঃ আফ্রিকার মাঠে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে লড়বে টাইগাররা। এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় বাংলাদেশ যুবারা। তারা ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১১ রান করেন। এর জবাবে টাইগাররা মাত্র ৪ উইকেট হারিয়ে জয় পায়। আজকের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়কে অবতীর্ণ হন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তানজিদ তামিম, পারভেজ ইমন, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, আকবর আলী (উইকেটরক্ষক), শামিম হোসাইন, তানজিম সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরিফুল ইসলাম।