সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০:
বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী পলাশে উপজেলা গ্লোল্ডকাপ ফুুটবল টুর্নামেন্ট -২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের বলাকা মাঠে মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মান্নান স্মৃতি সংসদের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ফোন (লিঃ) এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন খান, বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, বাংলাদেশ জুটমিলস লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ মতিউর রহমান মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, কাউন্সিলর (মুক্তিযোদ্ধা) রফিক ভূঁইয়া, শারমিন আক্তার, পলাশ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ঢাকার খিলক্ষেত মিলন স্পোর্টিং ক্লাব নরসিংদীকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে। এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহন করবে। আর সব কটি খেলায় এই মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।