মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীতে রায়পুরা বাজার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং মেহেদী এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা ট্রেড সেন্টারে আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্টানিক ভাবে রায়পুরা বাজার আউটলেটের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলার এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার মো. বজলুর রশিদ।
ওই সময় বক্তব্য দেন রায়পুরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শ্রীনগর ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মাস্টার, নরসিংদী ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র সেল্স ম্যানেজার মো. সানাউল্লাহ, রায়পুরা বাজার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেদী এন্টারপ্রাইজের এর স্বত্ত¦াধিকারী মো. সাদেক মিয়া, ম্যানেজার মোমেন মোল্লা, সেল্স ম্যানেজার নজরুল ইসলাম, মাস্টার এজেন্ট ফেরদৌস ভূঁইয়া, মানিক মোল্লা প্রমুখ।
ওই সময় বক্তারা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই।এর বাহিরেও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত।প্রতি বছর ব্যাংকটি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে।