শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর শিবপুর উপজেলার উপজেলা পরিসংখ্যান অফিসের জনশুমারী ও গৃহগণনা ২০২১ এর লিস্টিং অপারেশনের সুপারভাইজার এবং গণনাকারী নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।
উপজেলা পরিসংখ্যান অফিসার স্বপন চন্দ্র সরদার জানান, উপজেলার ৯টি ইউনিয়নে মৌজা ভিত্তিক ৩৭ জন সুপারভাইজার এবং ২১৫ জন গণনাকারী নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণের পর মাঠে ১০ দিন তাদের কাজ করতে হবে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির জানান,মৌজা ভিত্তিক নিয়োগের শর্ত থাকায় অনেককেই বাছাই করা যায়নি। স্বচ্ছতার মাধ্যমে তালিকা চুড়ান্ত করা হয়েছে।