ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০:
সাবেক মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মানহানির মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
এর আগে ১২ ফেব্রুয়ারি বুধবার শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য ১৩ ফেব্রুয়ারি দিনটি ধার্য করেন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রেজাউল করিম।