নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২০:
নরসিংদীর মাধবদী থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাধবদী শহরের উত্তর বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ লিটন মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। নরসিংদী গোয়েন্দা জেলা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার নরসিংদী প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উত্তর বিরামপুর বন্ধন অটোর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করেন। সে কিশোরগঞ্জ নিকলীর বড়কান্দা এলাকার হেলিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।