সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন এর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন, ভূইয়ম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক হোসেন শওকত,
আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন ভূইয়া রিপন, আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান, জনপ্রিয় কন্ঠ শিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতিক হাসানসহ অন্যান্য শিল্পীরা।