নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০: ‘আমি বরাবরই গঠনমূলক সাংবাদিকতাকে সাধুবাদ জানাই। যে কোনো ভালো কাজকে আলোর পথ দেখাতে নিরবে নির্ভিকে যারা কাজ করে তাঁদেরকে জনসম্মুখে তুলে রাখতে ‘আমাদের আড়াইহাজার’ সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করে। আমার বিশ্বাস আগামী দিনগুলোতেও সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে ‘আমাদের আড়াইহাজার’ আপন মহিমায় উদ্ভাসিত হবে।’
১২ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী আড়াইহাজারের মেঘনা ঘাট ফেরীতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এমপি বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোফ ইভা এসব কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ বলেন, প্রশাসনের অনেকেই বলেছেন সাংবাদিকদের পজিটিভ তুলে ধরার জন্য। আমরাও পজিটিভ লিখতে চাই। তাই আপনারা পজিটিভ কাজ করুন। বালিশকান্ডের মত কাজ করলে নৈতিকতার জন্য আমাদের লিখতেই হবে।
এসময় তাঁর এই বক্তব্যে উপস্থিত সকল সাংবাদিক সহ অতিথিরা করতালি দিয়ে বক্তব্যের সমর্থন জানান। পত্রিকাটির সম্পাদক মাসুম বিল্লাহের সঞ্চালনায় এতে আরো ছিলেন ঢাকা রিপোর্টারস ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, এশিয়ান টিভির বেলাল আহমেদ, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন,মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি আল-আমিন সরকার,দৈনিক খোলা কাগজ নরসিংদী জেলা প্রতিনিধি ও মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, দিনকালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার এম আর কামাল, সমকালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এম এ খান মিঠু, সাধারণ সম্পাদক খলিল শিকদার, মানবকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল।
আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমন, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সনদ সাহা সানি, বাংলানিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান পারভেজ, নিউজ নারায়ণগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মোবাশ্বির শ্রাবন, সোহেল রানা প্রমুখ।