মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
শনিবার-১৫ই ফেব্রুয়ারী ২০২০ : জনপ্রিয় ফেসবুক পেইজ নরসিংদী বাসী’র সেরা বন্ধুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদী রেলওয়ে স্টেশন ২নং প্লাটফর্মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী বাসী পেইজের সেরা বন্ধু শারমিন মাইশা,তাহরাঁত তরি,নুসরিক আহাদ, তানিয়া আক্তার, শারিকা শারুখ,আহনাফ আদিল মুন্না, রাহাদ রহমান, সাখাওয়াত হোসেন,পিয়াল ও নরসিংদী প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক মোঃ নাহিদ প্রধান সহ আরো অনেকে ।
এতে নরসিংদী বাসী পেইজের কর্ণধারের পক্ষ থেকে উপহার হিসাবে টির্শাট দেওয়া হয়। তাহরাঁত তরি বলেন, সবাইকে নরসিংদী বাসী পেইজের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং বিগত দিনে যেমন পাশে ছিলেন আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করছি,আমাদের সকলে দায়িত্ব নিয়ে নরসিংদী বাসী পেইজের মাধ্যমে নরসিংদী প্রকৃতি ও সৌন্দর্য পৃথিবীর কাছে তুলে ধরবো।
প্যানেলের পক্ষ থেকে শারমিন মাইশা বলেন, নরসিংদী বাসী পেইজের আমাদের কাজ হলো নরসিংদী পরিচিতি,পরিবেশ, আকর্ষণীয় স্থানগুলো সারা পৃথিবীর মাঝে তুলে ধরা যাতে করে সবাই নরসিংদী সম্পর্কে জানতে পারে।