নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ :
গাজীপুর জেলার কালীগঞ্জে দাঁতের ডাক্তার দেখাতে গিয়ে বাড়ি ফেরা হলো না শায়েস্তা খাতুন নামে ৬০ বছরের এক বৃদ্ধার। ইজিবাইক উল্টে খাদে পড়ে নিহত হন তিনি। নিহত বৃদ্ধা বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈইলার মোড় নামক স্থানে ইজিবাইক উল্টে খাদে পড়ে যায়। আর এ ইজিবাইকের যাত্রী ছিলেন নিহত শায়েস্তা খাতুন।
পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের নাম শায়েস্তা খাতুন। সে বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। ঘটনায় চালক জালাল পালোয়ান গুরুতর আহত হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রোর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর সালেহীন জানান।
দূর্ঘটনায় আহতরা হলেন, বক্তারপুর ইউনিয়নের জাকির হোসেন (৪২) তার স্ত্রী পলি আক্তার (৩০) নিহতের পুত্রবধূ শারমিন আক্তার। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসা দেয়া হয়। নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ইজিবাইকটি জব্দ করা হয়েছে।