মণিরামপুর (যশোর) | নরসিংদী প্রতিদিন –
রবিবার,১৬ ফেব্রুয়ারি ২০২০:
যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান নামে এক বিকাশ কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মোল্লা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার মশ্মিমনগর ইউপির রামপুর গ্রামের বাসিন্দা।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে বিকাশ কোম্পানির কাজে মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে ছুটিপুর যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে মোল্লা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।