আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
রবিবার,১৬ ফেব্রুয়ারি ২০২০:
ভারতের পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল শহরের একটি স্কুলভ্যানে আগুন লেগে ৪ শিক্ষার্থী নিহত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জেলার লোঙ্গোয়াল-সিডমাচার সড়কে।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে ওই ৪ শিক্ষার্থীকে। ওই স্কুলভ্যানটিতে মোট ১২ জন ছিল। আগুন লাগার পরপরই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শনিবার স্কুল শেষে ভ্যানটি শিক্ষার্থীদের নিয়ে বাড়ির দিকে ফিরছিল। এ সময় আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি অতি দ্রুত ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশও দিয়েছেন।
নিজের টুইটার একাউন্টে অমরিন্দর সিং লিখেছেন, “সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।”