বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
রবিবার,১৬ ফেব্রুয়ারি ২০২০:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিয়া ভাই’খ্যাত চলচ্চিত্রের কিংবদন্তি ফারুকে একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।
১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক বলেন, ‘সালমান শাহ কী? আহামরি কি সে এমন, এতো কথা বলো, কী সে... তোমার হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি’- তার এমন মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়ার এই ভিডিওতে নেচিবাচক মন্তব্যই পড়ছে বেশি। ভিডিও’র ক্যাপশন হিসেবে লিখা হয়েছে- ‘ফারুক সাহেব নিজেই নিজের শ্রদ্ধার জায়গাটিকে নষ্ট করলো।’
মানিক খান নামে একজন লিখেছেন- ‘ফারুক মিয়া উনার এই কথাগুলোর জন্য সবার কাছে নিন্দিত হয়ে গেছেন। উনি নিজেকে পচিয়ে দিয়েছেন। উনাকে আর মানুষ সম্মান করবে না। উনার বোঝা উচিত একজন সালমান শাহের মতো জনপ্রিয় হতে উনার আরেক জনম জন্ম নিলেও পারবেন কিনা সন্দেহ। ফারুক মিয়া হিংসুক মানুষ তাই আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের জনপ্রিয়তা কে ভয় পায়।’
এমডি সুমন লিখেছেন- ‘ফারুক সাহেব হঠাৎ করে মরহুম সালমান শাহর প্রতি এত রেগে গেলেন কেন? যেই শাকিব খান আমাদের কোনো ভাল কিছু উপহার দিতে পারে নাই, শাকিব খানের শুধু আছে অ্যাকশন।’
ভিডিওজুড়ে এমন অসংখ্য মন্তব্য পড়ছে। সঙ্গে যোগ হচ্ছে তাদের রিয়েক্টও।