নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২০:
বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনজুর এলাহি।
বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি প্রফেসর সূর্য্য কান্ত দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ ইবনুল হুদা (ডেবিট লিটন)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল ফজল, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন, নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম ফজলুল হক লিটন, পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমলগীর হোসেন আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শংকর চন্দ্র সাহা, বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি মোস্তাফা কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সোহরাব হোসেন ও নরসিংদী অক্সফোর্ড কলেজের সভাপতি শফিউল আজম কাঞ্চন।
এসময় প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। এই কোমলমতি শিক্ষার্থীরা একদিন দেশকে নেতৃত্ব দিবে। তিনি অবিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দেন।