নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ :
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের সুবিধার্থে তথ্য ও পরামর্শ সেবা কেন্দ্র আলোকবর্তিকা চালু করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক সাধারন জনগণ তাদের প্রয়োজনীয় সেবা নিতে আসেন উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরে। সেবাপ্রত্যাশীরা উপজেলা এসে তাদের কাঙ্খিত সেবা প্রতিষ্ঠান খোঁজে পেতে বিড়ম্বনায় পড়েন। সাধারন মানুষের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলা চত্বরে স্থাপন করা হয় আলোকবর্তিকা।
মঙ্গলবার দুপুরে দোয়ার মাধ্যমে তথ্য ও পরামর্শ সেবা কেন্দ্র আলোকবর্তিকাটি উদ্বোধন করেছেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প অফিসার মো. মোস্তাফিজুর রহমান শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।