নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২০:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদরের হাজীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নরসিংদী মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী পৌর শহরের দত্তপাড়ার ১। সুমন মিয়া (২২), ২। আল আমিন (২৪), ৩। মেহেদি হাসান মুন্না (২৫), ৪। মোঃ নুরুল ইসলাম (২৫) ও ৫। কদর খন্দকার (২২)।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা বিভিন্ন সময় লোকজনদের আটক করে ও জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ২টি চাপাতি, ১টি স্টিলের চাইনিজ কুড়াল ও ১টি পাইপ উদ্ধার করেন। এ ঘটানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।