নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২০:
নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও মাদক ব্যবসায়ী মনির হোসেন (৩৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম চিনিশপুর অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। সে পৌর শহর পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মৃত. মোখলেছুর রহমানের ছেলে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে চিনিশপুর অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিরুদ্ধে ইতোপূর্বে ২টা খুন,২ টা ডাকাতি,১ টা মাদকসহ ৬ টা মামলা আছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।
#