শেখ মানিক | নরসিংদী প্রতিদিন – মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ : নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, শিবপুর মডেল থানার এসআই মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।