শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর শিবপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা কাছিটান (রশিটান) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শিবপুর পূর্বপাড়া মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। আনন্দ মুখর পরিবেশে এই খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সের হাজার হাজার দর্শক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেছে সবাই। খেলায় সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
খেলায় উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও শিল্প মন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সুযোগ্য উত্তরসূরী মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, চক্রধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ,
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন আক্তার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া,। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক, শিবপুর বাজার (উত্তর) সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল, সৈয়দ বাবুল প্রমুখ।
কাছিটান প্রতিযোগিতার পরিচালনা করেন জুলহাস ও ফাইজ উদ্দিন । প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ বনাম বিলশরন যুব সংঘ। উভয় দল র্দীঘ সময় রশিটানার পরও কোন পক্ষে রশি আনতে না পাড়ায় অমীমাংসিত বা ড্র হয়।