এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : নারায়ণগঞ্জের আড়াইহাজর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২, মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার ১৮ টি নিবন্ধিত সিআইজি মৎস্য চাষীদের মাঝে মৎস্যবান্ধব জাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু এসব জাল বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক জুয়েল, ইউপি চেয়ারম্যান আলী হোসেন, সিরাজুল ইসলাম ভূইয়া, আরিফুল ইসলাম, পিআইও আবু ছাঈদ মল্লিক, যুব উন্নয়র কর্মকর্তা কাজী জিকরুর রহমান প্রমুখ।