মো: নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১৯ ফেব্রুয়ারি ২০২০: নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা এক মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ২য় শিফটের শিক্ষার্থীদের উদ্যোগে নরসিংদী পুলিশ লাইনস্ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেয় হাজারো শিক্ষার্থী।
এসময় এই পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটে নিয়মিত ক্লাস চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এ দাবি না মানিলে ইনস্টিটিউটের সকল কর্মসূচী স্থগিত থাকিবে বলে হুশিয়ারি দেন ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ফলে আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা।