ইতালি সংবাদদাতা | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ :
ইউরোপের মাটিতে "বাংলাদেশ ধ্রুবতারা সংঘ" পালেরমো ইতালির উদ্যোগে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর স্থানীয় সময় রাত ১২টা ১মিনিটে বাংলাদেশ ধ্রুবতারা সংঘের নবনির্বাচিত সভাপতি ইকরাম দেওয়ান ও সাধারণ সম্পাদক কমল নন্দীর নেতৃত্বে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।পরে পালেরমোতে বসবাসরত বাঙালি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধ্রুবতারা সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনির হোসেন, আবুল বাশার, রহমতউল্লাহ, জাহিদ হোসেন (জুয়েল), বিদ্যুৎ সিংহ, ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্য বৃন্দ।
বাংলাদেশ ধ্রুব তারা সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজমুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি রঞ্জিত ঘোষ, মাজহারুল হক (রাজু), নির্মল ধর, তপন ঘোষ, নুরে আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, (পলাশ) সাকোয়াত উদ্দিন, কোষাধক্ষ্য মামুন মিয়া (রাজু), অন্যতম সদস্য জয়নাল আবেদীন (জয়), অজিদ দাস, পালেরমো'র শহীদ মিনারের স্থপতি মোজাম্মেল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ, বাঙালি কমিউনিটির অন্যতম সদস্য জাহিদ হোসেন (বিপ্লব)।আরো উপস্থিত ছিলেন পালেরমো ইতালি আওয়ামীলীগের সভাপতি সেকান্দর মিয়া, সিনিয়র সভাপতি জাহিদ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ, পালেরমো যুবলীগের সভাপতি এমএ হালিম, সাধারণ সম্পাদক এমদাদুল হক সাইফুল, ও যুবলীগের নেতৃবৃন্দ, পালেরমো দুর্বার যুব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউরোপের সর্জন সংগঠনের সদস্য, আশরাফ ( জানু) সহ পালেরমো শহরের বসবাসরত বাঙালি কমিউনিটির সব বয়সের মানুষ।
শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসা সবাই ইউরোপের মাটিতে মাতৃভাষাকে তুলে ধরার জন্য অনেক আনন্দিত। বিদেশের মাটিতে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য স্থানীয়রা বাংলাদেশ ধ্রুব তারা সংগঠন পালেরমো ইতালির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ধ্রুব তারা সংঘের সকল সদস্যবৃন্দ পালেরমো শহরের প্রশাসনের সদস্যদেরকে ধন্যবাদ জানান।