মোঃ মোখলেছুর রহমান। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২০:
বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন হলো একুশে ফেব্রুয়ারি । এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সুপরিচিত।১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন,১৩৫৮) বাংলার অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
বারাবরের মত প্রতি বছর সারা বাংলাদেশে এই দিনটি স্কুল কলেজ সহ এলাকার বিভিন্ন জায়গায় শহীদ মিনার বানিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।তাছাড়া তাদের স্বরনে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেমনি এবার গাজীপুর নগরীর ১১ নং ওয়ার্ড এলাকার বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে কোনাবাড়ি মেট্রোথানা জাতীয় শ্রমিকলীগের সকল নেতা কর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজেদুল হক শাহীন। এছাড়াও কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।