নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২০:
নরসিংদীর বেলাবতে ৫০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাওয়ালের চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের কটিয়াদির কামারকোনা এলাকার আফতাব উদ্দিনের ছেলে মুসা মিয়া (৩৩) ও চর কাওনিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে শরীফ আফ্রাদ (২৪)।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলাব থানার পুলিশ উপ-পরিদর্শক মীর মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভাওয়ালের চর দক্ষিণপাড়া এলাকার কাঁচা সড়কের একটি দোকানের সামনে দুই মাদক ব্যবসায়ীকে মাদক বেচাকেনার সময় তাদেরকে গ্রেফতার করে।
তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরোও জানায়, মাদক ব্যবসায়ী মুসা মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।